প্রকাশিত: Sun, Mar 17, 2024 11:09 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:49 AM

বঙ্গবন্ধু একজন নিখাদ মাটি ও মানুষ আত্মপ্রাণ নেতা

ড. অনুপম সেন: যে সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তখন দেশ ছিলো যুদ্ধবিধ্বস্ত। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে তিনি যেভাবে গড়ে তুলছিলেন, পরবর্তী সময়ে জিয়া ও এরশাদের শাসনামলে এসে বঙ্গবন্ধুর সময়কার প্রবৃদ্ধি কখনো অর্জন করতে পারেনি। এতেই বোঝা যায় বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশ আজকে কোথায় থাকতো। অল্প সময় শাসনাকালে কতো কী অর্জন রয়েছে এই মানুষটির। একটা দেশের সংবিধান তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু মাত্র নয় মাসে তিনি আমাদের একটি অসাধারণ সংবিধান উপহার দিয়েছিলেন। এটা কেবল তার পক্ষেই সম্ভব ছিলো। বঙ্গবন্ধু ছিলেন মানুষের কল্যাণে নিবেদিত একজন খাঁটি দেশ আত্মপ্রাণ মানুষ। নেতা। এমন একজন মানুষ ও নেতা কখনো আর বিশ্ব পাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। অনুপ্রাণিত, নিবেদিত ও উৎসাহী চরিত্র বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রতিমুহূর্তে প্রতিপালন করা উচিত। 

বঙ্গবন্ধুকে হত্যা ছিলো বাঙালি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ও ক্ষত। এই দগদগে ক্ষত ও ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে জাতির জনকের আদর্শ ও তার দেখানো পথ পুরোপুরি অনুসরণে পথ চললে আমরা আমাদের কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো, সেটা খুব কম সময়ের মধ্যেই। বঙ্গবন্ধু যেভাবে দেশের অর্থনীতিকে সংগঠিত করে নিয়ে এসেছিলেন, তা ছিলো অল্প কথায় অসাধারণ। সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা জাতির জনকের পক্ষেই কেবল হাজারো প্রতিকূলতা মোকাবেলা করে উন্নয়ন ও অগ্রগিত অর্জন সম্ভব। পরিচিতি : শিক্ষাবিদ